টলি থেকে টেলি, লক্ষ্মীপুজোর আয়োজনে ব্যস্ত রুপোলি পর্দার লক্ষ্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2020 04:31 PM (IST)
1
নিজের বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজনে ব্যস্ত অভিনেত্রী দেবলীনা কুমার।
2
নিজের বাড়িতে পুজোর আয়োজনে ব্যস্ত অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য
3
করোনা আক্রান্ত। তবু ঘাটতি নেই ভক্তিতে। করোনাবিধি মেনে নিজের বাড়িতেই পুজো সারলেন অপরাজিতা আঢ্য। মুখে মাস্ক পড়ে এই পুজো অন্যরকম কাটন অপরাজিতার।
4
নতুন ফ্ল্যাটে পুজোর আয়োজনিে ব্যস্ত ছোটপর্দার তারকা জুটি রুদ্রজিৎ প্রমিতা।
5
পুজোর আয়োজনে ব্যস্ত মনামী ঘোষ। এই ছবিটি শেয়ার করে জানিয়েছেন শুভেচ্ছা।
6
এই ছবিটি শেয়ার করে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন পর্দার পাখি ওরফে মধুমিতা সরকার।
7
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। নিজেদের সুখী গৃহকোণে ধনদেবীর আরাধনায় মগ্ন বয়েছেন টলি থেকে টেলি দুনিয়ার সেলেবরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সমস্ত ছবি। অনুরাগীদের শুভেচ্ছাও জানালেন। নিজের বাড়িতে লক্ষ্মীপুজোর এই ছবিটি শেয়ার করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়।