বৈদিক মতে বিয়ের পর জমাটি বৌভাত, দেখুন ওম-মিমির রিসেপশনের এক্সক্লুসিভ ছবি
বিয়েতে হাজির ছিলেন সিরিয়ালের সহ অভিনেতা অভিনেত্রীরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছিল আরও জিভে জল আনা পদ।
রিসেপশনের মেনুতে ছিল নানারকম পদ। নলেন গুড়ের রসগোল্লা ছিল তার মধ্যে অন্যতম।
অবশেষে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক আজ পরিণতি পেয়েছে ওম ও মিমির।
তারকা জুটির চার হাত এক করেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তাঁদের বিয়েতে কন্যাদান হয়নি।
ওম মিমি দুজনে বিয়ে করেছেন । বৈদিক মতে সাত পাকে বাঁধা পড়েন টলিউডের এই জনপ্রিয় কাপল।
ওম মিমির বিয়ে বহুদিন ধরেই বিনোদন দুনিয়ার সেন্টার অফ অ্যাট্রাকশন। তার কারণ অবশ্যই তাঁদের বিয়ের অভিনবত্ব।
নতুন জীবনে পা। নতুন করে পথ চলা শুরু। বিয়ের রিসেপশনে নিজেদের অনুভূতির কথা জানালেন ওম ও মিমি।
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ওম ও মিমি। শুক্রবার ছিল তাদের রিসেপশন। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -