স্বামী নয়, অন্য কারও প্রেমে পড়তে চলেছেন, সারা জীবনের মতো! জানালেন এই অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2020 01:04 PM (IST)
1
সব ছবি - মধুবনী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
2
স্বামী রাজা গোস্বামীর সঙ্গে মধুবনী পরিচয় একটি সিরিয়ালে অভিনয় করতে গিয়েই। তারপর প্রেম ও পরিণয়।
3
মাস কয়েক আগে উত্তর কলকাতায় নিজের একটি বিউটি স্যালোঁর উদ্বোধন করেন অভিনেত্রী।
4
মধুবনী ও রাজার দাম্পত্য নিয়ে কোনও প্রশ্ন নেই। কারণ করওবা চৌথের শুভেচ্ছা জানিয়ে রাজার সঙ্গে এই ছবিটি সম্প্রতি আপলোড করেন অভিনেত্রী।
5
গতকাল জল্পনার অবসান। মধুবনী ও রাজা, দুজনেই এই ছবিটি একসঙ্গে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন তাঁদের জীবনে আসতে চলেছে ছোট্ট এক প্রাণ। মা হতে চলেছেন মধুবনী।
6
সম্প্রতি এই ছবিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করে টেলি-অভিনেত্রী মধুবনী লেখেন, তিনি এবার স্বামী রাজার সঙ্গে নয়, অন্য কারও প্রেমে পড়তে চলেছেন সারা জীবনের জন্য! শুধু তিনি নন, স্বামী রাজাও তার প্রেমে পড়তে চলেছেন।