লোকালের চাকা গড়াতেই ফিরল চেনা ভিড়! দিনভর কেমন থাকল ট্রেনের ভিতরের ছবিটা? দেখুন
বিশেষজ্ঞরা বলছেন, লোকাল ট্রেন কম চললে, কামরায় ভিড় বেশি হবে, এটাই তো স্বাভাবিক! তাহলে কেন কম ট্রেন চালাচ্ছে রেল ও রাজ্য? কম ট্রেন চলায় মানুষের হয়রানিও হচ্ছে, আবার করোনা সংক্রমণের আশঙ্কাও বাড়ছে!এই পরিস্থিতিতে লোকাল ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে সাড়ে সাত মাসের বেশি সময় পর চালু হল ট্রেন চলাচল। আর তাতেই ভিড়ের যে ছবি উঠে এল তাতে চিকিত্সকদের কপালে চিন্তার ভাঁজ!
কিছু জায়গায় মহিলা কামরায় মানতে দেখা গেল দূরত্ববিধি।
তবে আটকানো গেল না দরজায় দাঁড়ানোর প্রবণতা। প্রশ্ন করলে উত্তর মিলল, 'এই তো সামনেই নামব'
কম যাত্রী থাকায় কিছু ট্রেনে দেখা গেল ১টা সিটে বসেছেন একজন যাত্রীই।
কোনও কোনও শাখার ট্রেনে অবশ্য দেখা গেল দূরত্ববিধি মানার ছবি। যাত্রীর সংখ্যা কম থাকাতেই সম্ভব হয়েছিল।
দরজায় বাদুড় ঝোলা ভিড়, ক্রস করা সিটে বসে পড়ার প্রবণতাও।
কিছু ট্রেনে অবশ্য দেখা গেল দূরত্ববিধি মানার বিরল ছবি।
প্রথম দিনেই চেনা ভিড়ের ছবি ফিরল লোকালে!
ভোরের ট্রেনে সামাজিক দূরত্ব বজায় ছিল!!! কিন্তু অফিস টাইম শুরু হতেই তা উবে গেল কর্পূরের মতো!
কোথাও প্লাটফর্মে ঢোকার মুখে বজ্র আটুনি থাকলেও, প্ল্যাটফর্মের দিকে দেখা গিয়েছে ফস্কা গেরো
একদিকে ট্রেনের বাদুরঝোলা ভিড় আটকানো...অন্যদিকে প্লাটফর্ম ও স্টেশন চত্বরে ভিড় নিয়ন্ত্রণ....লোকাল চালুর প্রথম দিনে এটাই ছিল রেলের কাছে চ্যালেঞ্জ।
৭ মাস পর গড়াল ট্রেনের চাকা। রাজ্য শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। ঠিক কেমন ছিল প্রথম দিনের ছবিটা? বিভিন্ন স্টেশন থেকে, ট্রেনের ভিতরের ছবি। ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরা। দেখে নিন এক ঝলকে।
মাস্ক না পরেও অনেককে ঢুকতে দেখা গেল স্টেশনে
অনেক জায়গায় মানা হল না দূরত্ববিধি।
টিকিট কাটা থেকে ট্রেনে ওঠা, কথা ছিল টেস্ট ক্রিকেটের মতো ধীরে সুস্থে, সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে সফর!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -