ট্রেন চালু হওয়ার প্রথমদিনে কতটা ভীড় স্টেশনে? আদৌ কী মানা হল নিয়মবিধি? বিভিন্ন স্টেশন থেকে ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি
ট্রেনে মানতে দেখা গেল সামাজিক দূরত্ববিধি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টেশন চত্বরে দূরত্ববিধি মেনে দাগ টেনে দেওয়া হয়েছে।
ঢোকা-বেরোনার জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়েছে।
সোনারপুর স্টেশন চত্বরে ভিড় এড়াতে প্ল্যাটফর্মের সামনে বসানো হয়েছে গার্ডরেল।
খড়গপুর স্টেশনে মহিলাদের 'চেঞ্জিং রুম'কে বানানো হয়েছে কোভিড ওয়ার্ড। কারও কোনও উপসর্গ থাকলে তাকে সেখানে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
খড়গপুর স্টেশনে মানা হচ্ছে কোভিডবিধি। স্টেশন চত্বরে প্রবেশের আগে মাপা হচ্ছে টেম্পারেচার।
প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে।
স্টেশন চত্বরে করা রয়েছে সামাজিক দূরত্ববিধি মেনে দাঁড়াবার জন্য মার্কিং ও।
আজ সকালে হাওড়া স্টেশনে দেখা গেল এই ছবি। সামাজিক দূরত্ববিধি মেনেই টিকিটের লাইনে দাঁড়িয়ে নিত্যযাত্রীরা।
আজ থেকে হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে।
কাটোয়া লোকালে যাত্রী সংখ্যা কম। তবে এতদিন বাদে ট্রেন চলাচল শুরু হওয়ায় তাঁরা খুশি।
আজ সকালে কাটোয়া স্টেশানের ছবিটা ছিল এমনই। যাত্রীসংখ্যা ছিল কম।
আজ থেকে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন।
দমদম স্টেশনে ট্রেনের নতুন টাইম টেবিলের ছবি তুলছেন যাত্রীর। হিসাব রাখতে হবে তো!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -