করলেন আরতি, টানলেন রথ, উল্টোরথে ইসকনে নুসরত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jul 2020 01:43 PM (IST)
1
আজ উল্টোরথ। কিন্তু করোনা আবহে বাইরে বের হয়নি রথ।
2
3
পাশাপাশি, আরতিও করেন তিনি।
4
রথের রশিতে টান দেন নুসরত।
5
প্রতীকী রথ তৈরি করেই অনুষ্ঠান পালন করা হয়। গত বছরের মতো এবারও হাজির ছিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত।