দেখে নিন, খুলল কোন কোন শপিং মল, পর্যটন কেন্দ্র? কী কী বিধিনিষেধ?
পর্যটন কেন্দ্র খুলে যাওয়ায় খুশি স্থানীয় দোকানদার ও হোটেলের মালিক-কর্মচারীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোটেলগুলিকে জীবাণুমুক্ত করা হয়েছে। পর্যটকদের জন্যও সতর্কতা জারি হয়েছে। হোটেলে ঢোকার আগে হবে থার্মাল স্ক্রিনিং। শরীরের তাপমাত্রা বেশি হলে পাঠানো হবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে।
করোনা সতর্কতায় দিঘা বন্ধ থাকলেও, আজ থেকে খুলল মন্দারমণি পর্যটন কেন্দ্র। তবে মানতে হবে কিছু বিধিনিষেধ।
স্যানিটাইজার ব্যবহারের পর রেস্তোরাঁয় ঢোকার অনুমতি। সামাজিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা করা হয়েছে।
আজ থেকে খুলল পার্ক স্ট্রিটের পিটার ক্যাট রেস্তোরাঁ। জীবাণুমুক্ত করার পর রেস্তোরাঁর দরজা খুলতেই ভোজনবিলাসীদের ভিড়।
সদর স্ট্রিটে কোনও হোটেলই খোলেনি। এই হোটেলগুলিতে মূলতঃ বিদেশি পর্যটকরাই আসেন। আন্তর্জাতিক উড়ান চালু না হওয়ায়, আপাতত বন্ধই রয়েছে সদর স্ট্রিটের হোটেলগুলি। কোনও কোনও হোটেলে চলছে মেরামতির কাজ।
লিফটের সুইচ ব্যবহার করতে পারবেন শুধুমাত্র লিফট কর্মীরাই। অন্যদের জন্য থাকছে প্যাডলের ব্যবস্থা।
মলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং আবশ্যক।
বড় ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, ছোট ব্যাগের ক্ষেত্রে ছাড়। দূরত্ব-বিধি বজায় রাখতে এসক্যালেটরে ওঠার জন্য মার্কিংয়ের ব্যবস্থা।
সাউথ সিটি মলের ফুড কোর্টে সামাজিক দূরত্ব মেনে বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
আজ থেকে খুলল সাউথ সিটি মল। কড়া সতর্কতা। মলে ঢোকার আগে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -