ছবিতে দেখুন: চিড়িয়াখানায় বার্ড ফ্লু-সতর্কতা, পাখিরা কেমন থাকছে, চলছে নজরদারি
জীবাণুনাশক স্প্রে করছেন কর্মীরা।
এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে আগেভাগেই তত্পরর আলিপুর চিড়িয়াখানা।
কেরল ও হরিয়ানা, দুই জেলাতেই শুরু হয়েছে মুরগি ও পক্ষীনিধন।
দিল্লিতে গত কয়েকদিনে বহু কাকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে।
সম্প্রতি, ছত্তীসগঢ়ের বালোড জেলাতে পরপর পাখির মৃত্যু উৎকণ্ঠা আরও বাড়িয়েছে।
অ্যাডভাইসরিতে বলা হয়, কোনও জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগি মারা গেলে অবিলম্বে তা জানাতে হবে প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য দফতরকে।
সোমবারই বার্ড ফ্লু নিয়ে কলকাতা-সহ সব জেলাকে সতর্ক করে স্বাস্থ্য দফতর।
নিয়মিত পরীক্ষা করা হচ্ছে পাখিদের বর্জ্য।
চিড়িয়াখানার পাখিদের ওপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে পরিযায়ী পাখিদের ওপর।
করোনা আবহের মধ্যেই, নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু। কলকাতা–সহ সব জেলাকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বার্ড ফ্লু নিয়ে সতর্কতা জারি হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও। পাখিদের খাঁচা, গাছ ও জলাশয়গুলিতে বিশেষ জীবাণুনাশক ছড়ানো হচ্ছে।
চিড়িয়াখানার পাখি ও পরিযায়ী পাখিদের উপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষা করা হচ্ছে বর্জ্য পদার্থ।
দশ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। সতর্ক আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাখির খাঁচা, গাছ ও জলাশয়গুলিতে ছড়ানো হল বিশেষ জীবাণুনাশক।