Varun Natasha New Wedding Photos: মালাবদল থেকে শুরু করে একাধিক মিষ্টি মুহূর্ত, প্রকাশ্যে বরুণ-নাতাশার একগুচ্ছ না অদেখা ছবি
সব ছবি সোশ্যাল মিডিয়া
সম্প্রতি কুলি নং ওয়ান ছবিটি মুক্তি পেয়েছে বরুণের।
দীর্ঘদিনের বান্ধবী নাতাশারও নিজস্ব পরিচয় রয়েছে। তিনি একজন মডেল
ছোটোবেলা থেকেই আলাপ বরুণ-নাতাশার, আর তারপরে সময়ের সঙ্গে বেড়ে ওঠা, প্রেম।
সাদা গোলাপি থিমেই সেজে উঠেছিল বি-টাউনের হাই প্রোফাইল এই সেলেবদের বিয়ের মণ্ডপ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নাতাশা-বরুণের মালা বদলের এই ছবিটি। মিষ্টি এই ছবি মনে করিয়ে দিচ্ছে বিরুষ্কার মালা বদলের ছবির কথা।
পরিস্থিতির কারণে অতিথি অভ্যগতদের তালিকায় কাটছাঁট হলেও, আনন্দের আয়োজন ছিল যথোপযুক্ত
বাইকের পিছনে একটি ছোট ছেলেকে চাপিয়ে আসরে উপস্থিত হয়েছিলেন বরুণ
সাদা-রূপোলি পোশাকে ঘনিষ্ট বর-কনে। প্রকাশ্যে বরুণ ধবন ও নাতাশা দালালের বিয়ের একগুচ্ছ অদেখা ছবি।
আলিবাগের মেনশন হাউজে বিয়ে সেরেছেন তাঁরা। করোনা পরিস্থিতির মধ্যে সমস্ত সতর্কতা মেনেই হয়েছে বি-টাউনের এই জুটির বিবাহ অনুষ্ঠান।