দুর্ঘটনা! এনকাউন্টার! বিকাশ দুবের মৃত্যুর পরতে পরতে নাটক! দেখুন ছবি
খতম কানপুরকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ দুবে। গতকাল উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে উজ্জয়িনী থেকে আনার পথে কানপুরের কাছে ভউতীতে কনভয়ে থাকা বিকাশের গাড়ি উল্টে যায়।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, গাড়ি উল্টে যাওয়ার পরেই সেখান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ।
গাড়ি উল্টে যেতেই ছুটে কিছুটা পালিয়েও যায় বিকাশ। বিকাশের হাতে পায়ে কোনও হাতকড়া পরানো ছিল না।
কিছুক্ষণের মধ্যেই পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে পুলিশের তরফে বিবৃতি দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।
আপাতত হাসপাতালেই রাখা রয়েছে বিকাশের মৃতদেহ। সেখানেই ময়নাতদন্ত হবে তার।
খবর,পুলিশের এসটিএফ কর্মীর কাছ থেকে একটি পিস্তলও ছিনিয়ে নেয় সে। ৯.৯ এমএম এই পিস্তলটি ছিনিয়ে নিয়েছিল বিকাশ
কিছুক্ষণ পর হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এরপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিকাশকে। সেখানে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।
পুলিশ সূত্রে দাবি, সংঘর্ষে গুরুতর জখম হয় বিকাশ। তার বুকে ও কোমরে গুলি লাগে।
পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। শুরু হয়ে যায় বিকাশ দুবের সঙ্গে পুলিশের সংঘর্ষ।
কিন্তু বিকাশ ওই ছিনিয়ে নেওয়া পিস্তল থেকে গুলি চালাতে শুরু করে।
পুলিশ সূত্রে দাবি, চারিদিক থেকে ঘিরে ধরে বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়।