✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ রাজপথ, দেখে নিন তারই ঝলক...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  08 Oct 2020 04:14 PM (IST)
1

গড়িয়া ঢালাই ব্রিজের কাছে বিজেপির মিছিল আটকায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা। রাস্তাও অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের।

2

সাঁতরাগাছিতে বাঁশের ব্যারিকেড ধরে টানাটানি বিজেপি কর্মীদের। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। এরপরই জলকামান ব্যবহার করে পুলিশ। রং মেশানো জল স্পে করা হয়।

3

বিজেপির রাজ্য দফতর থেকে শুরু হওয়া মিছিল বড়বাজারে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করে। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

4

পুলিশকে লক্ষ করে বিজেপি কর্মীরা বোমাবাজিও করেন বলে অভিযোগ।

5

বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দানে পুলিশের চারটি ব্যারিকেডের প্রথম দু’টি ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। পাল্টা লাঠাচার্জ ও কাঁদানো গ্যাসের সেল ফাটায় পুলিশ।

6

হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে পুলিশের ব্যারিকেড সরিয়ে দেন বিজেপি কর্মীরা।

7

বিজেপির রাজ্য দফতর থেকে শুরু হওয়া মিছিল বড়বাজারে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করে। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

8

হাওড়া ময়দান থেকে বিজেপি কর্মী সমর্থকরা যে পথে আসবে, সেখানে ব্যারিকেড, চলছে পুলিশি টহল, কাওকে জমায়েত হতে দেওয়া হচ্ছে না...পার্মানেন্ট ব্যারিকেড করেছে, রয়েছে জলকামানও

9

মল্লিকফটকের কাছেও গার্ডরেল ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ছোড়া হয় বোমা!!

10

ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। জলের তোড়ে পড়ে যান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। অসুস্থ হয়ে পড়েন রাজু। কয়েকজন বিজেপি কর্মীও অসুস্থ হন।

11

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, কাচের বোতল ছোড়েন বিজেপি কর্মীরা। কয়েকজনকে গ্রেফতার পুলিশের।

12

অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি কর্মী জখম হন। মুখ ফেটে যায় বিজেপি কর্মীর।

13

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির উল্টোদিকে চলে আসেন বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী। রাস্তায় বসে পড়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

14

রাস্তায় টায়ার জ্বালান বিজেপি কর্মীরা। হাওড়া ময়দান সংলগ্ন বিভিন্ন গলিতেও উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়।

15

হাওড়া ময়দানে ব্যারিকেড ভাঙার চেষ্টা। ছাদের উপর থেকে ভিডিওগ্রাফি পুলিশের। জমায়েত হঠাতে পরপর কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ধোঁয়ায় ধোঁয়ায় এলাকা। লাঠিচার্জও করে পুলিশ।

16

পাল্টা ইট ছোড়ে পুলিশও। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের। মাইকে প্রচার চালায় পুলিশ। জমায়েত করতে নিষেধ করা হয়।

17

লাঠিপেটা করা হয় বিজেপি কর্মীদের। রাস্তার ধারে পড়ে থাকা অবস্থাতেও মারধর করা হয়।

18

হাওড়া ব্রিজে দফায় দফায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির। জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। হাওড়া ব্রিজের মুখেই বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ।

19

হেস্টিংসে ব্যারিকেডের উপরে উঠে পড়েন বিজেপি কর্মীরা। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। বিজেপি কর্মীদের লাঠি পেটা করা হয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা।

20

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করা হয় জলকামান ও কাঁদানে গ্যাসের সেল। রাস্তায় ফেলে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। পুলিশের দাবি, ধস্তাধস্তির সময় ওই বিজেপি কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

21

বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড হাওড়ায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ রাজপথ, দেখে নিন তারই ঝলক...
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.