প্রেমিকের সঙ্গে মলদ্বীপের সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরলেন তাপসী পান্নু, ভাইরাল হল ছবি
এই প্রথমবার মাথিয়াসের সঙ্গে প্রকাশ্যে ছুটি কাটাতে দেখা গেল তাপসীকে।
মলদ্বীপে ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বই ফিরে এসেছেন তাপসী। এই ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ফের মুম্বই।
কয়েকদিন আগেই ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন তাপসী পান্নু। সঙ্গে ছিলেন তাঁর বোন শগুন ও ইভানিয়া পান্নু। নানা রঙা বিকিনি, কখনও আবার সাদা ফ্রকের সাজে ভক্তদের মন জয় করেছেন তাপসী।
মাথিয়াস তাপসীর সঙ্গে ছবি শেয়ার করার আগে ঠিক একই জায়গায় নিজের একটি ছবি তুলে পোস্ট করেছিলেন অভিনেত্রী।
তাপসীর সঙ্গে ছবির ক্যাপশনে মাথিয়াস লেখেন, আমার ছুটি এভাবেই কাটছে।
সোশ্যাল মিডিয়ায় মাথিয়াস একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাপসীর সঙ্গে সমুদ্রসৈকতে পোজ দিতে দেখা যায় তাঁকে।
মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। সেখানে ব্যাডমিন্টন প্লেয়ার মাথিয়াস বো-র সঙ্গে দেখা যায় তাঁকে। বি টাউনে জোর গুঞ্জন, মাথিয়াসের সঙ্গে প্রেম করছেন তাপসী।