National Tourism Day 2021 Photos: ভিসা ছাড়াই যাওয়া যাবে এই দেশগুলিতে, দেখে নিন তালিকা
ঘুরতে যেতে কে না পছন্দ করেন। প্রত্যেকে ছুটিতে বন্ধুদের বা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায়। বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে যাওয়ার জন্য ভিসার দরকার নেই। জেনে নেওয়া সেই দেশগুলির নাম। ভারতীয় নাগরিকদের প্রতিবেশী দেশ নেপালে যাওয়ার জন্য কোনও ধরণের ভিসার দরকার নেই। নেপাল দূতাবাস জানিয়েছে, ভারতের যে কোনও নাগরিক পাসপোর্ট বা এমন কোনও কাগজপত্র দেখিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন। নেপালে বহু মন্দির, পাহাড় আছে। নেপালের পশুপতি নাথ মন্দির মানুষের মধ্যে খুব বিখ্যাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে কম্বোডিয়ায় ভিসা ছাড়াই ভারতীয় নাগরিকরা যেতে পারেন। এক সময় কম্বোডিয়ার জাতীয় ভাষা সংস্কৃত ছিল।
হংকংও এমন একটি দেশ যেখানে ভারতীয়রা বিনা ভিসা ছাড়াই যেতে পারে। সারা বিশ্বের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে বিখেযাত। ডিজনিল্যান্ড এখানে খুব বিখ্যাত।
সবুজ ঘেরা পাহাড়ে মোড়া ভূটান। গভীর উপত্যকা, ঝর্না আপনাকে আকর্ষণ করবে। ভূটানের বৌদ্ধ মন্দির বিখ্যাত। এখানে যেতেও প্রয়োজন নেই ভিসার।
কিউবা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ, গ্রেটার অ্যান্টিলিসের তৃতীয় বৃহত্তম দ্বীপ সহ, এই ছোট দ্বীপপুঞ্জের দেশ। সৈকত উপভোগ করার জন্য অন্যতম সেরা জায়গা।
ফিজিতে গেলে সেখানেই থেকে যেতে মন চাইবে। এমনই পরিবেশ সেখানকার। ভারতীয়দের কাছেও এই জায়গায় ঘুরতে খুব সাশ্রয়ী।
পর্যটনপ্রেমীদের জন্য় ম্যাকাও কম আকর্ষণীয় নয়। বিলাসবহুল হোটেল এবং ক্যাসিনো এখানে প্রধান আকর্ষণ।
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় থাইল্যান্ড। এখানে শতাব্দীর ঐতিহ্য পাওয়া যাবে। কম খরচে ঘোরার জায়গা হিসেবে ভারতীয় পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -