Vivekananda Jayanti Photo Gallery: ছবিতে দেখুন, “হে মহাপ্রাণ, ওঠ, জাগো! শহরে বিবেকানন্দ-স্মরণ
শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রদ্ধা নিবেদন অভিষেক বন্দ্যোপাধ্য়য়ের।
শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যপাল।
শ্রদ্ধা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তিনিই তো ছিলেন পথিকৃত, তিনি যুগাবতার স্বামী বিবেকানন্দ।
সস্ত্রীক রাজ্যপালের শ্রদ্ধাজ্ঞাপন।
কৈলাস বিজয়বর্গীয়ও শ্রদ্ধা নিবেদন করেন।
“হে মহাপ্রাণ, ওঠ, জাগো! জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে-তোমার কি নিদ্রা সাজে? এস, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন...আমি শুধু বলি- ওঠ, জাগো।”
পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া দফতরের উদ্যোগে কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ জন্মদিবস পালিত হল।
আজ স্বামী বিবেকানন্দের ১৫৯-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এবার করোনা আবহে স্বামীজির বাড়িতে ভক্তদের প্রবেশ নিষেধ। গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -