আমার প্রথম ছবি 'পারব না আমি ছাড়তে তোকে', সেদিনই বলেছিলাম দিদি তোমায় ছাড়তে পারব না, তৃণমূলে যোগ দিয়ে বললেন কৌশানী

অনুষ্ঠানে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু নেতাজি জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বিজেেপিকে কটাক্ষ করেছেন। তাঁরা প্রশ্ন তোলেন, সুভাষচন্দ্রের সঙ্গে রামের কী সম্পর্ক? বাঙালির রাম স্ত্রীকে অগ্নিপরীক্ষায় পাঠায় না। কৈলাসদের রাম নারীকে শ্রদ্ধা জানাতে জানে না। যাঁরা তৎকাল বিজেপি, তাঁদের বিবেকে লাগছে না? কৈলাসদের কাছে নেতাজি মানে মোদির ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কৌশানী মুখোপাধ্যায় বলেন, আমায় দেখে অনেকে এগিয়ে আসুক। যারা ঘরের ভেতরে দিদিকে সমর্থন করেন, তাঁরা এগিয়ে আসুন।

অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, যারা বিজেপিতে গেছেন তাঁরা ফিরে আসুন। দেশের শিল্প জগৎ সঙ্কটে। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের হুমকি দেওয়া হচ্ছে। আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হচ্ছে। রাজ্যে পরিস্থিতি তেমন নয়। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। কিন্তু তাঁদের এরাজ্যে হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় এলে বাকস্বাধীনতা থাকবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত আমি, বলেন পিয়া সেনগুপ্ত। এই দলের পাশে থাকব। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মু্খ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব।
তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একইসঙ্গে যোগ দিলেন ইম্পার পদাধিকারী পিয়া সেনগুপ্ত। রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ভবনে দলে যোগ দেন কৌশানী মুখোপাধ্যায় এবং পিয়া সেনগুপ্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -