‘দুয়ারে সরকার’ জানাতে এসএমএস, বাড়ি বয়ে গিয়ে ফর্ম বিলির ভাবনা
প্রকল্প বুঝতে কারোর অসুবিধা হলে যাবতীয় সাহায্য করতে হবে। দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিতে গিয়ে মানুষকে যাতে অসুবিধায় পড়তে না হয়, সেটা নিশ্চিত করতে বলা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যজুড়ে ক্যাম্পের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। অফিসার সহ আরও কর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা।
ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে জমা পড়েছে বহু আবেদন। আগামীতে আরও আবেদনের সম্ভাবনা। তাই দ্রুত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার নবান্নে রাজ্য সরকারি আমলাদের উচ্চপর্যায়ের বৈঠকে হয়েছে যে সিদ্ধান্ত। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির পরিকল্পনা নেওয়া হয়েছে।
জনসাধারণকে জানানো হবে দুয়ারে সরকার কর্মসূচি আসলে কী। খোঁজ দেওয়া হবে কীভাবে মিলবে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা।
দুয়ারে সরকার কর্মসূচির কথা সাধারণ মানুষকে জানাতে এবার এসএমএস পাঠাবে রাজ্য সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -