দেখুন মাধ্যমিকে কৃতীদের ছবি
করোনা আবহে ১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। মেধা তালিকায় ফের জেলার জয়জয়কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেই কলকাতার কোনও পড়ুয়া। প্রথম তিনে থাকা ৬ জনই জেলার। প্রথম দশে ৮৪ জন।
এবারের মাধ্যমিকে দ্বিতীয় দু’জন। ওন্দা হাই স্কুলের সায়ন্তন গড়াই ও কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের অভীক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। দেখছেন অভিকের ছবি।
এবারের মাধ্যমিকে প্রথম মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪।
দেখছেন তৃতীয় হওয়া অরিত্রর ছবি।
এবারের মাধ্যমিকে চতুর্থ হয়েছে বীরভূম জেলা স্কুলের অগ্নিভ সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।
এবারের মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ভবানী চক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৯০। সে তৃতীয় হয়েছে। এছাড়া আরও দু’জন তৃতীয় হয়েছে। তারা হল কেন্দুয়া আইএইচআই হাইস্কুলের সৌম্য পাঠক ও রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি।