লকডাউনেও অবাধ কেনাবেচা! খবর সম্প্রচারের পর পুলিশ বন্ধ করল বাজার, বিভিন্ন জেলায় দেখা গেল কী কী ছবি? দেখুন
যদিও শহরের বিভিন্ন রাস্তাই ফাঁকা। চোখে পড়েছে পুলিশি টহল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানেও বাজারে মানুষের ভীড়। মাস্ক ছাড়াই বাজারে ভিড় মানুষের।
খোলা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই বাজার।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বকুলতলায় লকডাউন মানার বালাই নেই। আজ বাজার, দোকানপাট খোলা। সবজি, মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। বাজারে মাস্ক ছাড়াই দেখা গেল অনেক ক্রেতাকে। সামাজিক দূরত্বও মানছেন না অনেকে। খোলা চায়ের দোকানও। শুধু তাই নয়, এলাকার একটি পুকুরে লকডাউনের দিন মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানেও লোকের ভিড়।
কোথায় বন্ধ বাজার দোকানপাট, আবার কোথাও বাজার বসিয়ে অবাধে চলছে কেনাকাটা। সাপ্তাহিক লকডাউনে কোথাও কড়াকড়ি তো কোথাও নিয়মনাস্তি। বিভিন্ন জেলা থেকে রইল পরিস্থিতির ছবি।
তমলুকের রামতারকের সবজি বাজার।
সামাজিক দূরত্ববিধি না মেলেই চলছে কেনাকাটা।
তমলুকে বিনাবাধায় চলছে বিকিকিনি। সামনে এল সেই ছবি।
পূর্ব মেদিনীপুরের তমলুকেও নিয়মনাস্তির ছবি। খোলা রামতারক বাজার।
সাপ্তাহিক পূর্ণ লকডাউনেও খোলা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাজার। সকাল থেকে খোলা সবজি ও মাছের বাজার। ভিড় সাধারণ মানুষের। খবর সম্প্রচারের পর অবশ্য বন্ধ হয় বাজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -