J P Nadda In Kolkata: বাজছে ঢাক, নাচছেন সমর্থকরা, আর কিছুক্ষণ পরেই শহরে নাড্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Dec 2020 12:01 PM (IST)
1
বিকেলে ডায়মন্ড হারবারেই তাঁর সাংবাদিক বৈঠক করার কথা।
2
দুপুরে স্থানীয় মত্স্যজীবীদের সঙ্গে কথা বলবেন নাড্ডা।
3
যাবেন রামকৃষ্ণ মিশনে।
4
আগামীকাল ডায়মন্ড হারবারে দলীয় সভায় ভাষণ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
5
6
বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে চা-চক্রে যোগ দেবেন জে পি নাড্ডা। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
7
ি। এরপর ভবানীপুরে দলের আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দেবেন।
8
শহরে পৌঁছে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নাড্ডা।
9
দুপুরে হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি, রাজ্যের ৯টি জেলায় দলীয় কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি।
10
বিধানসভা ভোটের আগে দু’ দিনের সফরে আজ রাজ্যে আসছেন জে পি নাড্ডা। বেলা ১২টা নাগাদ কলকাতায় নামার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। সেখানে তাঁকে স্বাগত জানাবেন দলীয় নেতা-কর্মীরা।