পুজোয় বঙ্গে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা রইল ৪ হাজারের উপরেই, তবুও ইতিবাচক খবর দশমীতে
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮৯ জন। এখনও অবধি মোট সুস্থ হলেন ৩ লক্ষ ১০ হাজার ৮৬ জন। সুস্থতার হার ৮৭.৬৪ শতাংশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮২২ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৪৬ জনের। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ১৯০।
রবিবার সংক্রমণের হার যেখানে ছিল ৮.১৪ শতাংশ। সেখানে সোমবারের পরিসংখ্যান অনুযায়ী তা সামান্য বেড়ে হয়েছে, ৮.১৫ শতাংশ।
তবে উদ্বেগ লুকিয়ে আছে অন্যত্র। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা লাগাতার কমলেও, সংক্রমিতের সংখ্যা কিন্তু তার সঙ্গে সাযুজ্য রেখে কমছে না। রাজ্য সরকারের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী । গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষা হয়েছিল ৪২ হাজার ৫৩৮টি। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২৩১টি।
দৈনিক সংক্রমণের মতো দৈনিক মৃত্যুর সংখ্যাও সামান্য কমেছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায়। করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। রবিবার সংখ্যাটা ছিল ৬০। শনিবার ৫৯। শুক্রবার ৬০। বৃহস্পতিবার ৬৪। অর্থাৎ গোটা পুজোর মধ্যে দশমীর পরিসংখ্যানই আংশিক স্বস্তিদায়ক!
উৎসবের মরসুমের পর পরিস্থিতি কী দাঁড়াবে? চিকিৎসকদের মনে এটা এখনও বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে দশমীতেও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা চার হাজারের নিচে নামল না। তবে সংখ্যাটা সামান্য কমেছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২১ জন। রবিবার সংখ্যাটা ছিল ৪ হাজার ১২৭। শনিবার ৪ হাজার ১৪৮। শুক্রবার ৪ হাজার ১৪৩। বৃহস্পতিবার ৪ হাজার ১৫৭। অর্থাৎ গোটা পুজোর মধ্যে দশমীর পরিসংখ্যানই সবচেয়ে কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -