✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

PM Modi Haldia Visit: মোদির বক্তব্য়ের বাছাই বারো

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  07 Feb 2021 08:01 PM (IST)
1

মোদি আরও বলেন, আয়ুষ্মান ভারত যোজনার আওতায় পুরো দেশের হাসপাতালগুলিতে ৫ লাখ টাকায় বিনামূল্যে চিকিৎসা পান, কিন্তু বাংলা বঞ্চিত, যেসব বাঙালিরা কাজের জন্য বাইরে আছেন তাঁরাও উপকৃত হবেন।

2

তৃণমূলকে আক্রমণ করে মোদি আরও বলেন, ‘তৃণমূল পরপর অনেক ফাউল করেছে। বিরোধীদের আক্রমণ, টাকা লুঠ, বাংলায় মানুষ সব দেখছে। খুব দ্রুত বাংলা তৃণমূলকে রামকার্ড দেখাবে। পিসি-ভাইপোকে উৎখাত করতে বাংলার মানুষ মনস্থির করেছে।’

3

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, ‘রাজ্যের কৃষক, গরিবদের জন্য ৪ কোটি জনধন অ্যাকাউন্ট খুলেছিল কেন্দ্র। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছিল কেন্দ্র। করোনাকালে পশ্চিমবঙ্গের কৃষকরা হাজার হাজার কোটি টাকা পাননি। পিএম নিধি প্রকল্পে দেশের ১০ কোটি কৃষকরা টাকা পেয়েছেন। কিন্তু এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায়নি। রাজ্য সরকার কৃষকদের এই টাকা থেকে বঞ্চিত করেছে। কিছুদিন আগে চাপে পড়ে কৃষকদের নাম পাঠিয়েছে রাজ্য সরকার। বাংলার প্রায় ২৫ লক্ষ কৃষক তৃণমূল সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু ২৫ লক্ষের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নাম পাঠিয়েছে রাজ্য। কেন্দ্রীয় সরকার এখনও ৬ হাজার কৃষককে টাকা পাঠাতে পারছে না। কারণ, কৃষকদের ব্যাঙ্কের তথ্য কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার। মা, মাটি, মানুষের সরকারের জন্য টাকা পাননি কৃষকরা।’

4

এরপর তৃণমূলকে তোপ দেগে মোদি আরও বলেন, ‘রাজনীতির দুর্বৃত্তায়ন করেছে তৃণমূল সরকার। বাংলার সরকার দুর্যোগের সময় দুর্নীতিতে জড়ায়। আমফানের ত্রাণ নিয়েও দুর্নীতি হয়েছে। কেন্দ্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছিল। কিন্তু মমতার সরকার মানুষের কাছে সেই রেশন পৌঁছে দেয়নি।’

5

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে মোদি বলেন, ‘দিদিকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে রেগে যান। ভারত মাতার স্লোগান শুনলেও রেগে যান মমতা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অথচ দিদি চুপ কেন? দেশ সব ধরনের ষড়যন্ত্রের কড়া জবাব দেবে।’

6

মোদি আরও বলেন, ‘বাংলার দুরাবস্থার কারণ এখানকার সরকার। কংগ্রেসের আমলে দুর্নীতি ছিল। বামেদের আমলেও উন্নয়ন থমকে ছিল। মমতার পরিবর্তনের সওয়ালে ভরসা করেছিলেন অনেকে। কিন্তু মমতার শাসনের দশ বছরে শুধুই নির্মমতা। বাংলায় পরিবর্তন নয়, বাম শাসনের পুনরুজ্জীবন হয়েছে। বাংলায় শুধু অপরাধ, হিংসার পুনরুজ্জীবন হয়েছে।’

7

একযোগে বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, ‘এক সময় শিক্ষাক্ষেত্রে বাংলা দিশা দেখাত। কেন বাংলায় উন্নয়নের সেই গতিধারা ধাক্কা খেল? উন্নয়নের সেই ধারা বজায় থাকলে বাংলার ছবি বদলে যেত। আমি জানতে চাই কেন বাংলা এতটা পিছিয়ে পড়ল? বাংলার মানুষ তাই এখন পরিবর্তন চাইছেন।’

8

এরপর মোদি বলেন, ‘বাংলায় সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসছে। কেন্দ্রীয় প্রকল্পে চা বাগানের শ্রমিকদের অনেক উন্নতি হবে।’

9

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষের মন পাওয়ার লক্ষ্যে মোদি বলেন, ‘বাংলায় ৫ হাজার কোটির প্রকল্পের সূচনা করব। বাংলার মানুষের প্রচুর কর্মসংস্থান হবে। সাধারণ মানুষ এই সব প্রকল্পের প্রচুর সুবিধা পাবেন। বাংলার অনেক জেলায় এলপিজি পাইপ লাইনে পৌঁছবে।’

10

এরপর মোদি বলেন, ‘মেদিনীপুরের পবিত্র মাটিতে আসতে পেরে ধন্য মনে করছি। এই মাটিতেই তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ। বাংলার এই পবিত্র মাটিকে কুর্নিশ জানাচ্ছি।’

11

এই সভায় বক্তব্যের শুরুতেই মোদি বলেন, ‘উত্তরাখণ্ডে উদ্ধারকাজ শুরু হয়েছে। সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের দুর্ভোগ কমাতে সরকার সব চেষ্টা করছে। দুর্গতদের জন্য আমি, বাংলা তথা সারা দেশ প্রার্থনা করছে।’

12

হলদিয়ায় বিজেপির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। তাঁর নিশানায় ছিল বাম-কংগ্রেসও। পাশাপাশি উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন তিনি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • নির্বাচন
  • PM Modi Haldia Visit: মোদির বক্তব্য়ের বাছাই বারো
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.