প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, চিনে নিন কৃতীদের
অর্ক দত্তর পড়াশোনা রাজস্থানের কোটার লালবাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুল। যদিও অর্ক হাওড়ার শিবপুরের বাসিন্দা।
নবমস্থানে গিরিক মাসকারা। তিনি সল্টলেকের সেন্ট জোনস স্কুলের ছাত্র।
অষ্টম স্থানাধিকারী অরিত্র মিত্র। বেহালা আর্য বিদ্যামন্দিরের ছাত্র অরিত্র।
সপ্তম স্থানে কলকাতার গার্ডেন হাই স্কুলের সোহম সমাদ্দার।
কলকাতার ডিপিএস রুবি পার্কে অঙ্কুর ভৌমিক ষষ্ঠস্থানে।
পঞ্চম হয়েছেন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের পূর্ণেন্দু সেন।
কলকাতার সাউথ পয়েন্টের উত্সব বসু চতুর্থ স্থানে।
তৃতীয় হয়েছেন কলকাতার ডিপিএস রুবি পার্কের শ্রীমন্তী দে।
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের শুভম ঘোষ জয়েন্টে দ্বিতীয়।
জয়েন্টে এবার প্রথম হয়েছেন, ভিনরাজ্যের স্কুলের সিবিএসই বোর্ডের পড়ুয়া সৌরদীপ দাস। বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কিন্তু পঠনপাঠন ঝাড়খণ্ডের দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে।