Kolkata Lockdown Photos: দুদিন লকডাউনের প্রথম দিন শুনশান শহর, সক্রিয় পুলিশ, রাস্তায় ব্যারিকেড-গার্ডরেল, চলছে নাকা তল্লাশি
রাস্তায় মোতায়েন পুলিশকর্মীরা। হাতে গোনা দু’একটি গাড়ি চলাচল করছে। গাড়ি থামিয়ে বাইরে বেরনোর কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন সূত্রে খবর, শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। ছাড় রয়েছে অনলাইন ফুড ডেলিভারিতেও। তবে দু’দিনই সমস্ত বাজার বন্ধ।
রুবি মোড়ে পুলিশের নাকা চেকিং। রাস্তায় দেওয়া রয়েছে গার্ডরেল। গাড়ি থামিয়ে চেক করছেন পুলিশ কর্মীরা। রাস্তায় বেরনোর কারণ বলার পর গাড়ির আরোহীদের সেই সংক্রান্ত কাগজও দেখাতে হচ্ছে।
ধর্মতলা, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক সার্কাস, বেহালা, চিড়িয়ামোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তা আজ সকাল থেকেই শুনশান।
পার্ক সার্কাসে লকডাউনের চেনা ছবি। রাস্তায় ব্যারিকেড রেখেছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে রাস্তায় বেরনোর কারণ জিজ্ঞাসা করছেন পুলিশ কর্মীরা।
আজ ও কাল রাজ্যে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন। সাপ্তাহিক লকডাউনের এই পর্বে এবারই প্রথম পরপর দু’দিন লকডাউন রাজ্য জুড়ে।
লকডাউনের চেনা ছবি শহরে। সিঁথির মোড় প্রায় শুনশান। চলছে পুলিশের নাকা তল্লাশি। বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য গার্ড রেল বসানো হয়েছে।
বেহালার চৌরাস্তায় গাড়ি ও লোকজনের সংখ্যা কম। জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরই রাস্তায় দেখা গেল। তবে এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের একটি দফতরের ভুয়ো বোর্ড লাগানো গাড়িকে আটকান পুলিশ কর্মীরা। গাড়ির আরোহী ও চালক, কেউই সঠিক পরিচয়পত্র দেখাতে পারেননি। আপাতত গাড়িটিকে ফিরিয়ে দিলেও পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -