করোনার মধ্যে মুম্বইতে বিলাসবহুল বাড়ি কিনলেন কোন কোন তারকা? দেখে নিন
করোনার থাবা বসিয়েছে ২০২০ সালে। একাধিক বলিউড অভিনেতা সহ বিভিন্ন তারকা এই সময় বাড়ি কিনেছেন। এই তালিকায় আছেন হৃত্বিক রোশন থেকে আয়ুষ্মান খুরানা। দিনকয়েক আগে দুটি বাড়ি কিনেছেন হৃত্বিক রোশন। যার দাম ১০০ কোটি টাকা। হৃত্বিকের মুম্বইয়ের জুহু-ভারাসোভা লিঙ্ক রোডে বাড়ি কিনেছেন তিনি। একটি বাড়ি পেন্টহাউসে রূপান্তরিত করেছেন তিনি।
২৩ বছর বয়সেই ৩৯ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন জাহ্নবী কপূর। মুম্বইয়ের জুহু এলাকায় বাড়ি কিনেছেন তিনি।
পাঁচকুলা সেক্টর ৬-এ বাড়ি কিনছেন আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী। মনে করা হচ্ছে দিনকয়েকের মধ্যে পরিবার নিয়ে সেখানেই থাকবেন অভিনেতা।
নিম্রাত কউরও করোনা পর্বে নতুন বাড়ি কিনেছেন। আগে অবশ্য তিনি বান্দ্রায় থাকতেন।
লকডাইনের আগেই পরিবার নিয়ে নতুন বাড়িতে যেতে চেয়েছিলেন ইয়ামি গৌতম। এবার নতুন বাড়িতে যেতে পারেন তিনি।
নিজের জন্য বাড়ি কিনেছেন তাপসী পান্নু। পুরনো বাড়ির কাছেই নতুন বাড়ি কিনেছেন তিনি। জানা গিয়েছে দুটো বাড়িতেই থাকবেন তিনি।
দীপাবলির আগে রিচা চাড্ডা জহুতে বাড়ি কিনেছেন। তাঁর বাগদত্তা আলি সহ ওই বাড়িতে থাকেন রিচার দাদা।
দীপাবলি উপলক্ষে নতুন বাড়ি কিনেছিলেন বিক্রান্ত ম্যাসি। স্ত্রীয়ের সঙ্গে নতুন বাড়িতেই থাকছেন তিনি।