'ভাই...সত্যি যদি তোমার মতো সোয়্যাগ করতে পারতাম', বিক্রমকে দরাজ প্রশংসা আবীরের
পোস্ট দেখে আবীর লিখেছেন, Wish I could match up to your swag level brother. অর্থাৎ, 'ভাই...সত্যিই যদি তোমার সোয়্যাগ করতে পারতাম'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হইচই’ প্ল্যাটফর্মে। সূত্রের খবর, মাত্র সাত দিনেই এটি সব থেকে নজরকাড়া শো-এর তালিকায় এসেছে।
তাঁর এই পোস্টে তিনি পোষাক সৌজন্য দিয়েছেন নেক্সটাইল ও ডিজাইনার শুচিস্মিতা দাশগুপ্তকে।
ফুশিয়া ধুতি ও কালো পঞ্জাবিতে নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি সাবেকি পোশাক পরে বেশ কিছু ছবি ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন বিক্রম।
বিক্রম চট্টোপাধ্যায়। ইদানীং দর্শকের মনে রাজ করছে তাঁর 'তানসেনের তানপুরা'। সম্প্রতি এই ছবিটি বিক্রম আপলোড করেছেন তাঁর ট্যুইটাপ হ্যান্ডেলে। পোস্টে তিনি ট্যাগ করেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। লিখেছেন আবীরের 'বাঙালিআনা'য় অনুপ্রাণিত তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -