১৮ বছরের স্টাইল আইকন শাহরুখ-কন্যা সুহানা, ভাইরাল নতুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 08:22 AM (IST)
1
এখন অনুরাগীদের একটাই প্রশ্ন, কবে শাহরুখ-গৌরী কন্যার অভিনয় বড়পর্দায় দেখা যাবে?
2
বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি শেয়ার করেন সুহানা। জানেন কি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১১ লাখ।
3
শুধুই কি অভিনয়? লকডাউনে রীতিমতো বেলি ডান্স আয়ত্ত করে ফেলেছেন তিনি।
4
তবে সুহানাকে রূপোলি পর্দায় দেখা না গেলেও তিনি অভিনেত্রী তো বটেই। মঞ্চে অনেক অভিনয় করেছেন তিনি। থিয়েটারের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
5
নায়িকা না হয়েও অনেকের কাছেই স্টাইল আইকন সুহানা। অনুরাগীরা বলেন, সুহানার ড্রেসিং সেন্স ঈর্ষণীয়।
6
এখন পা রাখেননি বলিউডে, কিন্তু এর মধ্যে রীতিমতো তারকা শাহরুখ কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না।