Yuvan Chakraborty Photos: পাঁচ মাস হতে আর ক'টা দিন, গম্ভীর থেকে হাসিখুশি ইউভান
শ্যুটিং থেকে বাড়ি ফেরার তাড়া বেড়েছে পরিচালকের বাবার। কারণ শ্যুটিং শেষে বাড়ি ফিরে দেখতে পাবেন ছেলেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফটো তুলতে ভালবাসে ইউভান। জানালেন বাবা। ক্যামেরা দেখলেই হাসি হাসি মুখে রেডি সে।
আগামী ১২ ফেব্রুয়ারি ৫ মাস বয়স হবে রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের। কতটা দুষ্টু হয়েছে ছেলে?
মা শুভশ্রীও দিন কাটাচ্ছেন ব্যস্ততাতেই। সারাদিন সময় কাটছে ছেলের সঙ্গেই। মা হওয়া যেন স্বপ্ন পূরণ তাঁর কাছে। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম
প্রশ্নের উত্তরে বাবা রাজ জানালেন, সবে শুরু করেছে দুষ্টুমি। সেদিকেই পা বাড়িয়ে আছে। সারাদিন মুখে আওয়াজ। আগে গম্ভীর থাকলেও এখন বেশ হাসিখুশি হয়েছে। বেশ কেটে যাচ্ছে দিন।
মা, বাবা, ঠাম্মার কোলই ওর সবথেকে প্রিয়।
রাজের কথায়, একবছর আগেও এরকম ছিল না। দায়িত্বের পাশাপাশি আনন্দ বেড়েছে। এটা জীবনের সেরা সময়। ইউভানের সরল মুখটা দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়।
রাজ জানালেন, সারাদিন অনেক কথা বলি। ও হয়ত কিছুই বোঝে না। কিন্তু মুখে যে আওয়াজ করে তাতেই মনে হয় অনেক কিছু বুঝতে পারছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -