১ বলে ২৮৬! এও সম্ভব?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2016 11:39 AM (IST)
1
তেমনই এক রেকর্ডের সন্ধান দিচ্ছে একটি ব্রিটিশ গ্যাজেট। সেখানে ১ বলে ২৮৬ রানের একটি রেকর্ড রয়েছে।
2
ওই গ্যাজেট অনুযায়ী, ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় ঘটে এই তাজ্জব ঘটনা।
3
কুঠার, রাইফেলের সাহায্যে বল পেড়ে আনতে আনতেই ২৮৬ রান তুলে নেয় ব্যাটসম্যান। যদিও রেকর্ডটি অনেক পুরোনো। অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসনের কাছে এব্যাপারে কোনও তথ্য নেই।
4
স্বাভাবিকভাবে এক বলে সর্বাধিক ৬ রান করা সম্ভব। কিন্তু ক্রিকেট এমনই এক খেলা, যেখানে কখনও কখনও অবাক করা পরিস্থিতিও ঘটে।
5
শুনতে অসম্ভব মনে হলেও এটিই সত্যি। খেলাটি যেখানে হচ্ছিল, তার অদূরেই ছিল গাছ-ঝোপঝাড়। ব্যাটসম্যানের ছক্কায় বলটি গাছের এমন একটি ডালে গিয়ে আটকায় যে, অনেক কসরত করতে হয় তা নামাতে।