বিশ্বের দশটি দেশ যেখানে যেতে গেলে ভিসা লাগে না
ভুটান
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের এখন যেকোনও শহরেই মারাত্মক গরম। এই গরম থেকে বাঁচতে কেউ ছুটছে পাহাড়, কারও আবার পছ্ন্দ সমুদ্র। কিন্তু অনেকেই ভালবাসে ভারতের বাইরের বিভিন্ন দেশকে নতুন করে জানতে। কিন্তু ভিসা সমস্যার জন্যে শেষপর্যন্ত যাওয়া হয়ে ওঠে না। জেনে নিন বিশ্বের এমন কয়েকটি দেশকে যেখানে যেতে গেলে ভারতীয়দের কোনও ভিসা লাগে না
মরিশাস, ভারতীয়রা ষাট দিন পর্যন্ত থাকতে পারে ভিসা ছাড়া
মলদ্বীপ, সমুদ্রে ঘেরা এই দ্বীপপুঞ্জে তিরিশ দিন থাকা যায় ভিসা ছাড়া।
ম্যাকাও, বিশ্বের অন্যতম ধোনী দেশ, সেখানে ভারতীয়দের ভিসা ছাড়া ঘোরার অনুমতি রয়েছে।
জামাইকা দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে চান। তাহলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যান। সেখানেও ভিসা নিয়ে চিন্তা করতে হবে না।
আপনি হংকং-এর সৌন্দর্য উপভোগ করুন। সেখানে নিশ্চিন্তে ১৪ দিন থাকুন ভিসা ছাড়া
নেপাল
ক্যামবোডিয়া, ধর্মীয়স্থান, মন্দিরে ঘেরা এই দেশ। সেখানে তিরিশ দিন ঘোরা যায় ভিসা ছাড়া
ইউনেস্কো নির্বাচিত বিশ্বের কয়েকটি ঐতিহ্যপূর্ণ শহরের অন্যতম বলিভিয়া। সেখানে তিরিশ দিন ভিসা ছাড়া ঘুরে বেড়ানো যায়।
ফিজি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -