কে এই কমলা হ্যারিস- দেখে নিন ১০টি তথ্য
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন কমলা। নম্র স্বভাবের এই সেনেটর মাটিতে পা রেখে চলাই পছন্দ করেন।
ছোট ছেলেমেয়েদের বিষয়ে খুবই আগ্রহী কমলা হ্যারিস। তাঁর কথায়, প্রতিটি শিশুর সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যেমন দায়িত্ব, তাদের উঁচুমানের শিক্ষার ব্যবস্থা করা।
তারপর তিনি ডক্টরেট করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হেস্টিংস কলেজ অফ ল থেকে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হ্যারিস পড়াশোনা করেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল পলিটিক্যাল সায়েন্স ও অর্থনীতি।
কমলার বোন মায়া পেশায় অ্যাটর্নি। শোনা গেছে, তিনি হিলারি ক্লিনটনের প্রচারে অন্যতম নীতি নির্দেশক ছিলেন।
বাবা ডোনাল্ড জামাইকার মানুষ। ন্যাশনাল স্কলার ডোনাল্ড আমেরিকায় আসেন অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে। কমলার জন্ম হয় ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে।
তাঁর মা শ্যামলা গোপালন চেন্নাই থেকে আমেরিকা আসেন ক্যানসার সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে।
প্রথম ইন্দো-মার্কিনী হিসেবে এই সাফল্য পেয়েছেন কমলা। তাঁর মা-বাবা আসেন ভারত ও জামাইকা থেকে।
৫১ বছরের কমলা ডেমোক্র্যাট পার্টির সদস্য। আর এক ডেমোক্র্যাট প্রার্থী লোরেটা স্যাঞ্চেজকে হারিয়ে মার্কিন সেনেটে গেলেন তিনি। তিনি ষষ্ঠ কৃষ্ণাঙ্গ, যিনি সেনেটে যাওয়ার সুযোগ পেলেন। তাঁর আগে বারাক ওবামা ছিলেন পঞ্চম কৃষ্ণাঙ্গ সেনেটর।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিস সেনেটর নির্বাচিত হয়েছেন। ২৪ বছরে তিনিই প্রথম সেনেটর, যিনি নির্বাচিত হলেন ক্যালিফোর্নিয়া থেকে। (সব ছবি: ইনস্টাগ্রাম)