আমাজনে দাবানল, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2019 10:21 AM (IST)
1
সব ছবি: এএফপি
2
3
কুণ্ডলী পাকানো মৃত সাপ।
4
বলিভিয়ার জঙ্গলে পুড়ে ছাই হতভাগ্য শেয়াল।
5
দূরদূরান্ত থেকে দেখা যাচ্ছে অরণ্য ছাই করা ধোঁয়া।
6
ব্রাজিল বলেছে, আগুন নির্বাপণে বিদেশি সাহায্য নেবে তারা, তবে শর্ত হল, তারাই ঠিক করবে সেই টাকা কীভাবে খরচ করবে।
7
ধোঁয়ায় আচ্ছন্ন অ্যানাকোন্ডার বাসভূমি।
8
জ্বলন্ত আমাজন। ব্রাজিলের পারা প্রদেশে আলতামিরা এলাকার মেনক্রাগনতি এলাকার ছবি।
9
জ্বলন্ত আমাজন। ব্রাজিলের পারা প্রদেশে আলতামিরা এলাকার মেনক্রাগনতি এলাকার ছবি।
10
জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে আমাজনের বর্ষণ অরণ্য। পেরুর উকায়ালিতে তোলা হয়েছে এই ছবি।