সম্প্রতি যে ১০ স্মার্টফোনের দাম কমেছে
কমেছে লেনোভো ভাইস এস ১-এর দামও।অনলাইনে ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ানপ্লাস ২ স্মার্টফোনের ১৬ জিবি ও ৬৪ জিবি ভার্সনের দাম কমে হয়েছে যথাক্রমে ২০,৯৯৯ টাকা ও ২২,৯৯৯ টাকা। শুরুতে এই দুই ফোনের দাম ছিল যথাক্রমে ২২,৯৯৯ ও ২৪,৯৯৯ টাকা।
এলজি জি৪-এর দাম কমে হয়েছে ৩৪,৯৯৯ টাকা
এলওয়াইএফ উইন্ড ৬ ও ওয়াটার ২ স্মার্টফোনের দামও কমেছে। এলওয়াইএফ উইন্ড ৬-এর দাম কমে হয়েছে ৫,৯৯৯ টাকা। ওয়াটার ২-র দাম ৪০০ টাকা কমে হয়েছে ৯,৪৯৯ টাকা
জিয়াওমি Mi4 স্মার্টফোনেরও দাম কমেছে। প্রথমে এর দাম ছিল ১৪,৯৯৯ টাকা। বর্তমানে তা কমে হয়েছে ১০,৯৯৯ টাকা।
মোটো জি (থার্ড জেনারেশন) ১৬ জিবি-র দাম ৯,৯৯৯ টাকা। কিন্তু ভারতে মোটো জি৪ প্লাস আসার পর ওই ফোনের দাম কমানো হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ-এর দাম প্রথমে ছিল ৫৮,৯০০ টাকা। বর্তমানে দাম কমে হয়েছে ৪০ হাজার টাকা।
১৬,৯৯৯ টাকা দামে বাজারে এসেছিল মোটোরোলা মোটো এক্স প্লে। এই ফোনের দাম কমে হয়েছে ১৬,৪৯৯ টাকা।
সম্প্রতি রিলায়েন্স তাদের এ LYF-এর ফ্লেম সিরিজের স্মার্টফোনের দাম ২৫ শতাংশ কমিয়েছে। এলওয়াইএফ ফ্লেম ৪, ফ্লেম ৫ এবং ফ্লেম ৬-এর দাম ১০০০ টাকা কমে হয়েছে ২,৯৯৯ টাকা। অন্যদিকে ফ্লেম ২-এর দাম ৩০০ টাকা কমে হয়েছে ৩,৪৯৯ টাকা।
সম্প্রতি ভিভো স্মার্টফোন V3 বাজারে এনেছিল। শুরুতে এর দাম ছিল ১৭,৯৮০ টাকা। বর্তমানে এই ফোনের দাম কমে হয়েছে ১৪,৯৮০ টাকা।
আপনি যদি স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার পক্ষে সুখবর। সম্প্রতি বিভিন্ন কোম্পানি তাদের বেশ কয়েকটি স্মার্টফোনের দাম করেছে। সম্প্রতি ১০ টি স্মার্টফোনের দাম অনেকটাই কমেছে। দেখে নেওয়া যাক- সেই স্মার্টফোনগুলির দাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -