টেন ইয়ার্স চ্যালেঞ্জ- দেখুন আজকের তারকাদের ১০ বছরের পুরনো ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2019 09:07 AM (IST)
1
১০ বছরের ব্যবধান অনেক পরিণত করেছে ডায়ানা পেন্টিকে।
2
এই ১০ বছরে চোখে পড়ার মত রোগা হয়েছেন অমৃতা অরোরা।
3
সোফি চৌধুরী। ১০ বছর আগে পরে।
4
একইরকম আছেন শার্লিন চোপড়া।
5
বিপাশা বসু। আগের থেকে ওজন বেড়েছে, আত্মবিশ্বাসও।
6
হিমা কুরেশি আবার ১০ বছরের পুরনো ছবি পোস্ট করতে গিয়ে পোস্ট করেছেন টাইটানিক-এর রোজ কেট উইন্সলেটের ছবি। দাবি, তখন এমনটাই দেখাত তাঁকে।
7
কুছ কুছ হোতা হ্যায়-এর সেই ছোট্ট অঞ্জলি সানা সইদ। পাল্টেছেন ইনিও।
8
শামা সিকন্দর। ১০ বছরে অনেক পাল্টেছেন।
9
এসআরকের মেয়ে সুহানা ১০ বছর আগে একদম পুঁচকে ছিলেন।
10
ইনি সারা আলি খান। ১০ বছর আগে নাকি এমনটাই ছিলেন।
11
সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে টেন ইয়ার্স চ্যালেঞ্জ। বলিউড, হলিউড- তারকারা প্রাণভরে শেয়ার করছেন নিজেদের পুরনো ছবি। দেখুন শিল্পা শেট্টিকে। দশ বছরে তাঁর চেহারার তেমন পরিবর্তন হয়নি।