জুলাই মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
বেসরকারিকরণের প্রতিবাদে ২৯ জুলাই বেশিরভাগ ব্যাঙ্কই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী মাসে ব্যাঙ্কের ছুটি ৩ জুলাই রবিবার দিয়ে শুরু। এরপর ৬ জুলাই ইদ। ৯ জুলাই মাসের দ্বিতীয় শনিবারে ছুটি। পরের দিন ১০ জুলাই রবিবারে ব্যাঙ্ক বন্ধ। ১২ ও ১৩ জুলাই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৭,২৪ এবং ৩১ জুলাই রবিবার। ২৩ জুলাই মাসের চতুর্থ শনিবার। তাই ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর ইউ এস ছাবরা জানিয়েছেন, ১২ ও ১৩ জুলাই স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের-জয়পুর এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের কর্মচারীরা ধর্মঘট করবেন। স্টেট ব্যাঙ্কের সঙ্গে তার সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তির প্রতিবাদে এই ধর্মঘট। এছাড়াও সরকারি ছুটি ও উত্সব, সব মিলিয়ে জুলাইতে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
জুলাইতে কর্মচারীদের ধর্মঘট, সরকারি ছুটি ও উত্সবের কারণে ১১ দিন বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে আগাম সেরে ফেলাই ভালো।
আগামী মাসে কি ব্যাঙ্কে আপনার জরুরী কাজ রয়েছে? তাহলে জেনে নিন, জুলাই মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -