মিস করতে চাইবেন না, এমন ১২টি নতুন ছবির পোস্টার
দেখুন ছবিটির দ্বিতীয় পোস্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯ অগাস্ট মুক্তি পাবে ‘হ্যাপি ভাগ জায়েগি’। তার প্রথম পোস্টার।
৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘এমএসধোনি দ্য আনটোল্ড স্টোরি’। তার নয়া পোস্টার।
অন্য একটি পোস্টার।
ছবির আর একটি পোস্টার।
মুক্তি পেয়েছে বিক্রম ভট্টের রাজ সিরিজের তৃতীয় ছবি ‘রাজ রিবুট’-এর মোশন পোস্টার।
২৫ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্লাইং জাঠ’। তার প্রথম পোস্টার।
আমিরের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর প্রথম পোস্টার।
‘আকিরা’ ছবিতে প্রথমবার অ্যাকশন করবেন সোনাক্ষী সিংহ।
হনসল মেহতার ছবি ‘সিমরন’-এ কঙ্গনার ফার্স্ট লুক।
‘বেফিকর’ ছবির পোস্টার তো লঞ্চের সঙ্গে সঙ্গেই হইচই ফেলে দিয়েছে।
এই সেই পোস্টার। ছবিটি মুক্তি পাবে ২৭ তারিখ।
সিনেমাপ্রেমীদের জন্য রইল আসন্ন কিছু দুর্দান্ত ছবির পোস্টার। সবথেকে নতুন পোস্টারটির জন্য টুইট করেছেন স্বয়ং কর্ণ জোহর। ছবিতে রয়েছেন ক্যাটরিনা আর সিদ্ধাত্র মালহোত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -