সামান্য মোবাইল সেটের জন্যে মহিলার গলার নলি কেটে খুন করল নাবালক
পুলিশ তাকে আটক করে জেরা করলে, সে তার অপরাধ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলিশে তদন্তে নামলে, তাদের ১৭ বছরের এক নাবালককে সন্দেহ হয়। প্রসঙ্গত নাবালকটি মহিলার প্রতিবেশী ছিল।
কিন্তু এমন এক ঘটনাই ঘটেছে মুম্বইয়ের নালাসোপারায়।
বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানতেই মহিলার স্বামী পুলিশে অভিযোগ দায়ের করেন।
সেসময় তনুশ্রীকে বাড়িতে দেখে, তার মাথা গরম হয়ে যায়। রাগের মাথায় মহিলার গলার নলি কেটে দেয় নাবালক। তারপর মোবাইল ও চেন নিয়ে পালায় সে
১৭ বছরের অভিযুক্ত নাবালক বাড়িতে ঢোকেন মোবাইল সেট চুরির পরিকল্পনা নিয়ে।
মহিলা সেই সময় বাড়িতে একলা ছিলেন, তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছোট শিশু।
ঘটনাটি ঘটে যখন মহিলার স্বামী এবং নন্দাই কাজে বেরিয়ে যান।
১৭ বছরের এক নাবালক গলা কেটে খুন করেছে তনুশ্রী দালোইকে। মহিলাকে খুন করে, তারপর তাঁর মোবাইল সেট ও গলার সোনার চেন নিয়ে চম্পট দেয় অভিযুক্ত নাবালক।
সামান্য একটা মোবাইল সেটের জন্যে কোনও মানুষকে কেউ গলার নলি কেটে খুন করতে পারে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -