ক্রিকেট মাঠে যাঁদের নজরকাড়া অভিষেক হল ২০১৬ সালে
অভিষেক ম্যাচে ৩৫ ও ২৭ অপরাজিত করেন জয়ন্ত। পাশাপাশি, বল হাতে ৬৮ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট। এখানেই শেষ নয়। সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে শতরান হাঁকান তিনি। (ছবি সূত্র- এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন একটি ম্যাচে যেখানে একসঙ্গে চারজনের অভিষেক হয়, সেখানে ১৯ বছরের বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান অ্যালিস্টার কুক, জো রুট, বেন স্টোকসের মত হেভিওয়েটদের ফেরত পাঠিয়ে আবির্ভাবেই ৬ উইকেট দখল করেন। ইংল্যান্ড ম্যাচটি ২২ রানে জিতলেও, ম্যাচের নায়ক ছিলেন মেহেদি। (ছবি সূত্র- এএফপি)
ঠিক পরের ম্যাচেই ১২ উইকেট তুলে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পথ নিশ্চিত করেন মেহেদি। (ছবি সূত্র- এএফপি)
পারথে প্রথম দিনেই তিন উইকেট নিয়ে সংবাদপত্রের শিরোনামে চলে আসেন দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। ব্যাট হাতেও বেশ সাবলীল কেশব। ৩৪ বলে করেন তিনি। ম্যাচটি ১৭৭ রানে জেতে প্রোটিয়ারা। (ছবি সূত্র- এএফপি)
অভিষেক ম্যাচে শতরান করা ১৯ তম ইংরেজ ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার রে জেনিংসের ছেলের। (ছবি সূত্র- এপি)
হামিদ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ড দলে ওপেনারের ভূমিকায় অভিষেক হয় কিটন জেনিংসের। যে ভাবে তিনি ভারতীয় স্পিন ত্রয়ী অশ্বিন, জাডেজা ও যাদবকে সামলেছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। বিশেষ করে, ইংরেজ ক্রিকেটার হয়েও তিনি সাবলীলভাবে সুইপ শট খেলেন। (ছবি সূত্র- এপি)
রবিচন্দ্রণ অশ্বিনের ছায়া অনুসরণ করেই ক্রিকেটে নিজের আবির্ভাব ঘটালেন ভারতীয় অল-রাউন্ডার জয়ন্ত যাদব। (ছবি সূত্র- এপি)
তাঁর আবির্ভাবের আগে অ্যালিস্টার কুক নজন বিভিন্ন ওপেনিং পার্টনারে সঙ্গে নেমেছেন। কিন্তু, ১৯ বছরের হাসিব হাসান এখন বেশ কিছুদিন নিজের জায়গা ধরে রাখবেন বলেই মনে করছে ক্রিকেটমহল। সদ্যসমাপ্ত ভারত সফরে ইংল্যান্ডের অন্যতম সেরা প্রাপ্তি হল হাসিব হামিদ। (ছবি সূত্র- এপি)
ভারতীয় স্পিন মোকাবিলায় তাঁর টেকনিক ও ফুটওয়ার্ক প্রশংসীত হয়। রাজকোটে অভিষেক ম্যাচে ১১৩ রান করেন হামিদ। (ছবি সূত্র- এপি)
২০১৬ সালে ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বছর বিরাট কোহলি, রবিচন্দ্রণ অশ্বিন, ডেভিড ওয়ার্নার এবং জো রুটের মতো পোড়খাওয়া ক্রিকেটাররা খেলাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। কিন্তু, এই বছরেই বহু ‘ফ্রেশার্স’-ও নজর কেড়েছেন। এই বছর বহু ক্রিকেটার আবির্ভাবেই বিশ্বকে মোহিত করেছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব পারফরমারদের।
ম্যাচটি নিউজিল্যান্ড জেতে ৮ উইকেটে। গ্র্যান্ডহোমে জেতেন ম্যাচের সেরা পুরস্কার। (ছবি সূত্র- এএফপি)
জয়ন্তর যেদিন অভিষেক হল, সেদিন বিশ্বের অপর প্রান্তে নিউজিল্যান্ডের জার্সিতে আরেক প্রতিভাবান ক্রিকেটারের আবির্ভাব হল। ক্রাইস্টচার্চে ৪১ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে পাকিন্তানকে প্রায় একা হাতে শেষ করেন জিম্বাবোয়ের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলা কলিন গ্র্যান্ডহোমের। (ছবি সূত্র- এএফপি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -