ইরানে মিলিটারি প্যারাডে জঙ্গি হামলা, মৃত ২৪, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2018 04:06 PM (IST)
1
(ছবি: এএফপি)
2
জঙ্গি হামলার সময় প্রাণ বাঁচানোর চেষ্টায় ইরান সেনা।
3
ইরাকের সঙ্গে ১৯৮০-৮৮ যুদ্ধের স্মৃতিতে এই প্যারাড করছিল ইরান সেনা।
4
শোনা যাচ্ছে, গুলিবৃষ্টি করে ৪ জঙ্গি।
5
হামলায় প্রাণ হারিয়েছেন ২৪ জন, কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।
6
ইরানের বিদেশমন্ত্রী অভিযোগ করেছেন, অঞ্চলের একটি মার্কিন সহযোগী দেশ এই ঘটনার জন্য দায়ী।
7
গতকাল দক্ষিণ পশ্চিম ইরানের আহভাজ শহরে এই ঘটনা ঘটেছে।
8
ইরানে মিলিটারি প্যারাড চলাকালীন আচমকা গুলিবৃষ্টি। হামলা চালাল কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।