ফিলিপিনসের ম্যানিলায় আইএস হানার পরের কয়েকটি মুহূর্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2017 07:54 PM (IST)
1
অভিযুক্ত ককেশীয় বংশোদ্ভূত বলে মনে করা হচ্ছে।
2
হামলাকারী নিজেকেও বিস্ফোরণে উড়িয়ে দেয়।
3
অটোমেটিক রাইফেল হাতে আততায়ীকে দেখে ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন সকলে। বাইরে থেকে শোনা যাচ্ছিল গুলির আওয়াজ।
4
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র আততায়ী গভীর রাতে ঢোকে ওই ক্যাসিনোয়।
5
মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা, বাথরুমে পাওয়া যায় তাঁদের দেহ। ক্যাসিনোয় আগুন লাগানোর ফলে ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা, ফলে উদ্ধারকাজে দেরি হয় পুলিশের।
6
স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিতে নয়, শ্বাসরোধ হয়ে মারা গেছেন ওই ৩৬জন।
7
ফিলিপিনসের রাজধানী ম্যানিলায় এক ক্যাসিনোয় হামলা চালাল আইএস। ঘটনাস্থল থেকে ৩৬টি দেহ উদ্ধার হয়েছে।