দেখুন, এই চার কারণে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করবে ভারত
চতুর্থত, উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। প্রথম ইনিংসে কুলদীপ যাদব চারটি এবং অশ্বিন দুটি উইকেট নেন। আজও দিনের প্রথম উইকেটটা অশ্বিনই নিয়েছেন। ফলে তাঁর পক্ষে আরও সাফল্য পাওয়া সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ জিতলে প্রথমবার বিদেশের মাটিতে সিরিজের প্রতিটি টেস্টই জেতার গৌরব অর্জন করবে ভারত
তৃতীয়ত, চলতি সিরিজে এখনও পর্যন্ত কোনও সময়ই ভারতের বোলারদের শাসন করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তাঁরা বড়জোর একটি সেশনে ভাল ব্যাটিং করতে পেরেছেন। বাকি সময়টা ভারতের বোলারদেরই দাপট দেখা গিয়েছে। ফলে শামি, অশ্বিন, উমেশ যাদবদের পক্ষে বাকি ৬টি উইকেট নেওয়া কঠিন হবে না
দ্বিতীয়ত, ম্যাচের এখনও দু দিন বাকি। শ্রীলঙ্কা যদি কোনওভাবে ইনিংসে হার বাঁচিয়েও ফেলতে পারে, ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব
প্রথমত, শ্রীলঙ্কার ব্যাটিংয়ে গভীরতা দেখতে পাওয়া যাচ্ছে না। ভারতের বোলারদের পাল্টা আক্রমণ করে বড় রান তুলে ইনিংসে হার বাঁচিয়ে দেবেন, এমন কোনও ব্যাটসম্যান এই দলে নেই
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, চারটি কারণে এই টেস্টে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশ করবে ভারত
গতকাল দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯। আজ সকালে মহম্মদ শামি দুটি এবং রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নিয়েছেন
ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমে দ্রুত চার উইকেট হারিয়ে ইনিংসে হারের মুখে শ্রীলঙ্কা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -