এই শিশুর বয়স ৪, বিরল রোগে আক্রান্ত, দেখতে বৃদ্ধের মতো
বেইজিদের শোনার, দেখার এবং হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে। বেইজিদের বাবা জানিয়েছেন, ছেলের চিকিত্সার জন্যে তিনি জমিজমা সব বিক্রি করে দিয়েছেন। এখন তাঁর আশা এই চিকিত্সকদের সাহায্যে তাঁর ছেলে ফের আর পাঁচটা সাধারণ শিশুর মতো হয়ে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেইজিদ জন্মায় যখন তখন তাঁর শরীরে ছিল অধিক পরিমাণের চামড়া। অধিক চামড়া থাকার ফলেই তাঁর মুখের নীচের দিকের চামড়া ঝুলে যায়।
ঢাকার এক অভিজাত হাসপাতালের চিকিত্সকরা বেইজিদ শিকদারের এই শারীরিক অবস্থার কথা জানতে পেরে, তার নিঃখরচায় চিকিত্সা করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে চার বছরের এক শিশু বিরল রোগে আক্রান্ত। এই অসুখে আক্রান্ত হওয়ার ফলে তাঁকে এক বৃদ্ধ ব্যক্তির মতো দেখতে হয়ে গিয়েছে। তাঁকে চিকিত্সার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -