বেডরুমে ৫ ফুটের অজগর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jun 2016 09:29 PM (IST)
1
আপনি নিশ্চিন্ত রাতে ঘুমোতে গেলেন। কিন্তু পরের দিন সকালে উঠে দেখলেন, বেডরুমে বিশাল অজগর ঘুরে বেড়াচ্ছে!
2
অবাস্তব মনে হলেও, এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে
3
এক মহিলার বেডরুম থেকে পাওয়া গিয়েছে এই বিশালকায় সরীসৃপটিকে।
4
মহিলা দেখেন, অজগরটি দেওয়ালে চড়ে রয়েছে
5
শোনা যাচ্ছে, ওই অজগরটি প্রায় ৩০ কেজি ওজনের ছিল।