বয়স মাত্র সাত, ২০১৮ তে ইউটিউব থেকে এই শিশুর আয় ১৪২ কোটি টাকা!
রিয়ানের বাবা-মা ২০১৫ তে রিযান টয়েজরিভিউ-র মেন চ্যানেল লঞ্চ করেছিলেন। ২০১৮-র জুনেই রিয়ান ইউটিউব তারকাদের সবাইকে টপকে গিয়েছিল। আর ডিসেম্বর পর্যন্ত সেই ধারা বজায় রয়েছে। ছবি-ইউটিউব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফোর্বসের রিপোর্ট অনুযায়ী, রিয়ানের ফলোয়ার সংখ্যা ১৭.৩ মিলিয়ন। এখনও পর্যন্ত তার ভিডিগুলির ভিউজ ২৬ বিলিয়ন। ছবি-ইউটিউব
রিয়ানের ইউটিউব ভিডিও খুবই সাধারণভাবে বাড়িতেই তৈরি করা হয়। যেগুলিতে তাকে বিভিন্ন খেলনার রিভিউ করতে দেখা যায়। ওই ভিডিওগুলি রিয়ানের বাবা-মা ইউটিউবে পোস্ট করেন। ছবি-ইউটিউব
যেখানে রিয়ান ২২ মিলিয়ন ডলার উপার্জন করেছে, সেখানে এই তালিকায় দ্বিতীয় স্থানে জ্যাক পল। তাঁর আয় ২১.৫ মিলিয়ন ডলার। ছবি-ইউটিউব
সাত বছরের ওই খুদের ইউটিউব চ্যানেলের নাম রিয়ান টয়েজরিভিউ। আয়ের নিরিখে সে ইউটিউবের তারকা মার্কিন অভিনেতা ড্যানিয়েল মিডলটন ও জ্যাক পলকেও পিছনে ফেলেছে। ছবি-ইউটিউব
আসলে রিয়ান তার বাবা-মায়ের সাহায্যে খেলনার রিভিউ করে প্রচুর ভিডিও ইউটিউবে শেয়ার করেছে। আর সেই সেগুলি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। ছবি-ইউটিউব
২০১৮ তে ইউটিউব তারকা রিয়ান হয়ে উঠেছে সবচেয়ে বেশি রোজগেরে শিশু। ছবি-ইউটিউব
চলতি বছরে আমেরিকার ইউটিউব তারকা সাত বছরের রিয়ান প্রায় ১৪২ কোটি ৭৮ লক্ষ ৩৭ হাজার টাকা আয় করেছে! এমনই তথ্য দিয়েছে আমেরিকার ব্যবসা সংক্রান্ত পত্রিকা ফোর্বস। ছবি-ইউটিউব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -