মৃত স্ত্রীর পুতুল ঘরে নিয়ে এলেন ৭০ বছরের বৃদ্ধ স্বামী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2016 06:20 PM (IST)
1
এক কথায় অবিশ্বাস্য! চিনের এক বৃদ্ধ তাঁর মৃত স্ত্রীর পুতুল কিনে ঘরে আনেন।
2
খবরে প্রকাশ, কিছুদিনের মধ্যেই ওই পুতুলের হাত থেকে তার বেরিয়ে আসতে শুরু করে। এখন ওই পুতুলের প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ওই ব্যক্তি। সব ছবি সৌজন্য - ফেসবুক
3
সিলিকন দিয়ে তৈরি ওই পুতুল কিনতে দাম পড়েছে প্রায় ১ লক্ষ ৬০ হাজার ভারতীয় মুদ্রা।
4
সম্প্রতি, তাঁর স্ত্রী মারা যান। এতে তিনি এতটাই ভেঙে পড়েন, যে স্ত্রীর ফেলে রাখা ফাঁকা জায়গা ভরাট করতে তাঁর একটি পুতুল কিনে আনেন।
5
জানা গিয়েছে, জ্যাং নামে ওই ব্যক্তি ৪০ বছর ধরে স্ত্রীর সঙ্গে ঘর করেছেন। তাঁরা একাই থাকতেন।