বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি প্রকাশ করল আইসিসি
একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, তাঁরা নিজেদের অবস্থান বজায় রাখতে চান। ২০১৯ বিশ্বকাপও ইংল্যান্ডে হবে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে চায় অস্ট্রেলিয়া। ধারাবাহিকতা বজায় রাখাই তাঁদের লক্ষ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতবারের চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলছেন, এই প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। কারা প্রতিপক্ষ সেটা গুরুত্বহীন। প্রতিটি ম্যাচে ভাল খেলতে হবে। ধারাবাহিকতাই আসল।
শ্রীলঙ্কা ক্রিকেট এখন বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ চ্যাম্পিয়ন্স ট্রফিকে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন। তাঁর মতে, এই প্রতিযোগিতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন তরুণ ক্রিকেটাররা।
২০১৫ সালের একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই তাদের বিরুদ্ধে খেলতে হবে বলে খুশি বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তিনি অ্যাডিলেডের পুনরাবৃত্তি চাইছেন। ছবি সৌজন্যে এপি
একই গ্রুপে অস্ট্রেলিয়া থাকায় উত্তেজিত নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং ভাল খেলা।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এক বছর আগে থেকেই তৈরি হচ্ছে আটটি দল
ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যানের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা আটটি দল খেলে। তাই এই প্রতিযোগিতা অত্যন্ত কঠিন।
পাকিস্তানের অধিনায়ক আজহার আলি ২০১৯ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল পারফরম্যান্স করতে চাইছেন। ছবি সৌজন্যে এপি
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের লক্ষ্য দেশকে প্রথমবার আইসিসি-র কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করা। ‘চোকার্স’ বদনাম ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। ছবি সৌজন্যে এপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -