রাজ্যসভার নতুন সদস্যদের প্রায় সবাই কোটিপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jun 2016 11:41 PM (IST)
1
মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রও সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁর ঘোষিত সম্পদ ৪৯ কোটি টাকারও বেশি
2
নতুন সাংসদদের মধ্যে সবচেয়ে ধনী এনপিসি-র প্রফুল পটেল। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৫২ কোটি টাকারও বেশি
3
রাজ্যসভার নতুন সদস্য নির্বাচিত হয়েছেন ৫৭ জন। এর মধ্যে ৫৫ জনই কোটিপতি। একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে
4
নবনির্বাচিত ধনী সাংসদদের তালিকার দ্বিতীয় স্থানে কংগ্রেসের কপিল সিবাল। তাঁর সম্পত্তি ২১২ কোটি টাকারও বেশি
5
কংগ্রেস সাংসদ প্রদীপ টামটার সম্পদের পরিমাণ ১ কোটিরও বেশি
6