সুগন্ধী দই ভেবে রঙ খেয়ে ফেললেন এক বৃদ্ধা, তারপর কি হল ; দেখুন ছবিতে
অ্যালেক্সের ঠাকুমা ইনস্টাগ্রামে লিখেছেন, রঙের স্বাদ অনেক বেশী তেঁতো আর খারাপ। তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি কিকরে এমন ভুল করলেন। (ছবি-গেটি ইমেজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুগন্ধী ইওগার্ড ভীষণ প্রিয় অ্যালেক্সের ঠাকুমা ববির। সপ্তাহের ৭ দিন তার জন্য ইওগার্ড মজুত থাকে বাড়িতে। (ছবি-গেটি ইমেজ)
কেবল চোখে সামান্য ঝাপসা দেখছেন তিনি। রঙ বেমালুম হজম করে ফেলেছেন তিনি।(ছবি-টুইটার)
অবাক করার মতো ব্যাপার, অ্যালেক্সের ঠাকুমার রঙ খেয়ে কোনো প্রতিক্রিয়াই হয়নি।(ছবি-টুইটার)
ফাঁকা রঙের কৌটোর ছবিও পোস্ট করেন অ্যালেক্স। (ছবি-গেটি ইমেজ)
নিউ ইয়র্কের বাসিন্দা অ্যালেক্স স্টিন টুইটারে তার ঠাকুমা ববির ছবি পোস্ট করেন। রঙ খাবার পর এমনই অবস্থা হয়েছিল তার। (ছবি-টুইটার)
তিনি ভালোবাসেন ইওগার্ড খেতে। বাড়িতে তার জন্য রোজ মজুত থাকে সুগন্ধী ইওগার্ড। কিন্তু সুগন্ধী ইওগার্ড ভেবে ভুল করে রঙ খেয়ে বসলেন ৯০ বছরের এই বৃদ্ধা।(ছবি-টুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -