মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার নোটে গনেশের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Sep 2016 04:15 PM (IST)
1
ইন্দোনেশিয়ার জনসংখ্যা ৮৭ শতাংশই মুসলিম। হিন্দু মাত্র ৩ শতাংশ। এমন একটি দেশে নোটে গনেশের ছবি থেকে সাম্প্রদায়িক সৌহার্দ্য সম্পর্কে অনেক কিছুই শেখার রয়েছে।
2
দ্বিতীয় কারণ হিসেবে বলা হয় যে, গনেশ বিদ্যার প্রতীক। এই জন্যেই নোটে গনেশের ছবি ছাপানো হয়।
3
এর পিছনে দুটি কারণ বলা হয়। একটি কারণ হিসেবে বলা হয় যে, ইন্দোনেশিয়ার অর্থনীতিতে যখন মন্দা চলছিল তখন নোটে গনেশের ছবি ছাপানো হয়। এরপর নাকি মন্দা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
4
ভারতে নোটে গাঁধীজীর ছবি ছাপা হয়। তেমনই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে যে দেশে সেই ইন্দোনেশিয়ার নোটে রয়েছে গনেশের ছবি।
5
বিভিন্ন দেশের নোটে বিভিন্ন ছবি থাকে। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু ঘটনা বেশ নজর কাড়ে।