সলমন খানের পরবর্তী ছবির নায়িকা কে চিনে নিন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2016 09:22 PM (IST)
1
ঝু ঝু
2
৩২ বছরের চিনা অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভারত সফরের বহু ছবিও দিয়েছেন।
3
এরআগে ঝু ঝু সলমনের ছবি ‘বজরঙ্গী ভাইজান’ এবং ‘এক থা টাইগার’-এও অভিনয় করেছেন।
4
ঝু ঝু হলিউড ছবি ‘দ্য ম্যান উইথ দি আয়রন ফিস্ট’-এ অভিনয়ও করেছেন।
5
অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ভি.জে হিসেবে, এরপর বেজিং-এ একটি স্থানীয় গানের প্রতিযোগিতাও জেতেন।
6
লাদাখের কিছু ছবি দিয়ে চিনা অভিনেত্রী লিখেছেন ভারতের এই অংশের সৌন্দর্য উপভোগ করছি।
7
এই ছবির জন্যে হিন্দি ভাষাও শিখছেন ঝু ঝু।
8
বর্তমানে এই ছবির শ্যুটিং চলছে লাদাখে।
9
কবির খান পরিচালিত ছবিটিতে সলমনের বিপরীতে রয়েছে চিনা অভিনেত্রী ঝু ঝু, যিনি বয়সে সলমনের চেয়ে ১৮ বছরের ছোট।
10
বলিউড অভিনেতা সলমন খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এ নায়ক রোম্যান্স করবেন এক বিদেশিনীর সঙ্গে।