দেখুন, জাল্লিকাট্টুর সমর্থনে এ আর রহমান, রজনীকান্ত, কমল হাসানরা
বিজয় এক ভিডিও বার্তায় বলেছেন, মানুষের ঐতিহ্য ও অধিকার কেড়ে নেওয়া নয়, বরং তা রক্ষা করার জন্যই আইন। জাল্লিকাট্টু তামিলনাড়ুর মানুষের পরিচয়। রাজনৈতিক চাপে বা অন্য কোনও কারণে বাধ্য হয়ে নয়, তামিল আবেগের বশেই জাল্লিকাট্টুর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছেন মানুষ। যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া হলে খুশি হব। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা শিবি সত্যরাজ বলেছেন, আইপিএল-এর মতো যদি জাল্লিকাট্টুর মাধ্যমেও কয়েকজন প্রচুর অর্থ রোজগার করতে পারত, তাহলে এই প্রথার উপর নিষেধাজ্ঞা জারি করা হত না। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
জাল্লিকাট্টুর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করলেন সুপারস্টার রজনীকান্ত, কমল হাসানরা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
অভিনেত্রী নয়নতারা জাল্লিকট্টু বহাল রাখার দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বলেছেন, তারুণ্যের শক্তি ফের প্রমাণিত হল। জাল্লিকট্টুর সমর্থনে গত কয়েকদিন ধরে তামিলনাড়ুতে যা চলছে, সেটা অভূতপূর্ব ইতিহাস। এই রাজ্যের বাসিন্দা হিসেবে তিনি গর্বিত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
শিবি আরও বলেছেন, জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা জারি করা কোনও সমাধান নয়। ছবির শ্যুটিংয়ে যে পশু-পাখিদের ব্যবহার করা হয়, তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। জাল্লিকাট্টুর ক্ষেত্রেও সেরকম সতর্কতা অবলম্বন করা যেতে পারে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
২০১৪ সালের মে মাসে জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। ছবি সৌজন্যে এপি সম্প্রতি তামিলনাড়ুতে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। সমাজের সব মানুষ আন্দোলনে যোগ দিয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/গেটসহলিডেজ
বিজয়, জি ভি প্রকাশ কুমার, সুপ্রিয়র মতো তামিল চলচ্চিত্র জগতের তারকারাও জাল্লিকাট্টুর পক্ষে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
শুক্রবার অনশন করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। তিনিও তামিলনাড়ুর এই ঐতিহ্যবাহী প্রথা বহাল রাখার পক্ষে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
জি ভি প্রকাশ ও গায়ক-গীতিকার অরুণরাজা কামরাজ মেরিনা বিচে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। চলচ্চিত্র পরিচালক কার্তিক সুব্বারাজ মাদুরাইয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
অভিনেতা সুরিয়া পেটা-র বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর দাবি, আন্দোলনের চাপে কয়েকদিনের মধ্যেই জাল্লিকাট্টুর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -